সাভারে বিশেষ দোয়া ও আলোচনার মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৮ ২০২০, ১৭:৫০

মোঃইয়াসিন, সাভার (ঢাকা): বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ঢাকার জেলার অন্তর্গত সাভারে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা সাভার এর যৌথ আয়োজনে বিশেষ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর সমন্নয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

বঙ্গমাতা শহীদ ফজিতালুন্নেছা মুজিব স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় |

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান

ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী বিনা প্রমুখ সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।