সাভারে বিভিন্ন রেস্তোরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২২ ২০২০, ১১:৩১

মোঃইয়াসিন, সাভার (ঢাকা)

চলমান করোনা ভাইরাস সংক্রামনকে পুজিকরে অসাধু ব্যাবসা ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় অবস্থিত চাইনিজ খাবারের রেস্তোরাঁ ও ফাস্ট ফুড কর্নার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

রবিবার(২১জুন) সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর উপস্থিতিতে স্থানীয় ভিআইপি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্ট ফুড খাবারের উল্লেখিত ফুডকর্নার হিসেবে পরিচিত ৫টিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন অভিযোগে ৪৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহণ আইন না মানায় ১০ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।পাশাপাশি জনগণকে সচেতন করে মাস্ক বিতরণ করেছেন।

সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ মোবাইল কোর্ট পরিচালনা কালে, স্বাস্থ্য বিধি না মানায় “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮” এর অনুযায়ী করোনা ভাইরাস সংক্রামনে দিশেহারা জনগনকে অ-স্বাস্থ্যকর খাবার পরিবেশন ও স্বাস্থবিধি না মানার অভিযোগে মদিনা হোটেলকে ৫,০০০/- টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১৫,০০০/-, সাভার বাসস্ট্যান্ডের বাংলার স্বাদ রেস্টুরেন্টকে ১৫,০০০/-, থানা রোডে রোভাস ক্যাফেতে ৫,০০০/-, সিপি ফাইভ স্টারকে ৫,০০০/- জরিমানা আদায় করেন।

এছাড়া ৮ জন পথচারী মাস্ক পরিধান না করায় ৬ জনকে ১০০ টাকা করে, ২ জনকে ২০০ টাকা করে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

এ সময় জনগণকে সচেতন করা ও মোবাইল কোর্টে জরিমানা করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়একই সময় সাভার বাসস্ট্যান্ড এলাকায় দু’জন মোটরসাইকেল আরোহীকে “সড়ক পরিবহন আইন,২০১৮” আইনে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধ করাসহ অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিরোধের নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও যানান তিনি।