সাভারে বাসে গণধর্ষণ: আটক ৭

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৩ ২০২০, ১৯:২৫

মোঃ ইয়াসিন, সাভার (ঢাকা); 

সাভারের আশুলিয়ায় বাসে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ধর্ষিতা কিশোরীর চিৎকারে আশুলিয়া থানার কর্তব্যরত টহল পুলিশ ৭জনকে গ্রেফতার করেছে।

রবিবার (১২ জুলাই) গভীর রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার রাতে ওই নারী আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ‘আশুলিয়া ক্লাসিক পরিবহন’ নামের একটি সাধারন গনপরিবহনে পল্লীবিদ্যুৎ এলাকায় যাওয়ার জন্য ওঠেন। বাসচালক নির্দিষ্ট স্থানে না গিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি নির্জন স্থানে নিয়ে যান।

এসময় বাস চালক সহ দুই সহযোগী মিলে ওই কিশোরীকে গনধর্ষণ করেন। ওই কিশোরী চলন্ত গাড়ি থেকে চিৎকার করলে মহাসড়কে দায়িত্বরত আশুলিয়া থানার এস আই সুদিপ কুমার ঘোষ গাড়িটি আটক করেন। ওই নারীকে উদ্ধার করে বাসচালক আনিছসহ বাসে আরো চারজন সহ মোট সাতজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সোমবার (১৩জুলাই) সকালে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।

এঘটনায় আশুলিয়া থানায় সাতজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী কিশোরী মামলা দায়ের করেছেন।

আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, গনপরিবহনে ধর্ষনের ঘটনাটি দুঃখজনক।আমরা তাৎক্ষনিক আসামীদের গ্রেফতার সহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং সাত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।এধরনের ঘটনার পুনারাবৃত্তি না ঘটে সে দিকে সর্বদা আশুলিয়া থানার সকল সদস্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।