সাভারে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২১ ২০২০, ১৮:৪৩
মোঃ ইয়াসিন, সাভার(ঢাকা) প্রতিনিধি :
সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায়(১৫)নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রোববার(২০ সেপ্টেম্বর) রাতে হত্যাকান্ডের শিকার ওই মেয়ে হাসপাতাল থেকে ফেরার পথে পালপাড়া এলাাকায় এ ঘটনা ঘটে।
স্বজনের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলাকে খুন করেন স্থানীয় বখাটে মিজানুর রহমান। ঘটনার পর থেকে অভিযুক্ত মিজানুর পলাতক।
নীলা রায় সাভারের অ্যাসেড স্কুলের দশম শ্রেণিতে ছাত্রী।সে পৌর এলাকায় একটি ভাড়া বাড়িতে স্ব-পরিবারে বসবাস করতেন।
স্বজনেরা আরও জানান, প্রায়ই নীলাকে উত্ত্যক্ত করতেন বখাটে মিজান। রোববার রাতে হঠাৎ শ্বাসকষ্ট হলে নীলাকে হাসপাতালে নেয় তার ছোট ভাই অলক। পরে বাড়ি ফেরার পথে পালপাড়ায় তাদের গতিরোধ করেন মিজান। এসময় ভয়ভীতি দেখিয়ে অলককে পাঠিয়ে দেয়া হয়। পরে নিলার সাথে ধস্তা ধস্তির এক পর্যায়ে নীলাকে ছুরি দিয়ে আঘাত করে মিজান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নীলাকে সাভারের স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে মারা যায়।
চিকিৎসকেরা জানায়, নীলার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, হত্যার মোটিভ সম্পর্কে স্পষ্ট নয় পুলিশ। অভিযুক্ত মিজান ওই এলাকার ভাড়াটে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।