সাভারে বকেয়া বেতনের দাবীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১২ ২০২০, ১৪:৫৮

সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নেমেছে একাধিক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বহুবার প্রতিশ্রুতি দিয়েও কারখানা কর্তৃপক্ষ বেতন না দেয়ায় বিক্ষোভে লিপ্ত হয়েছেন তারা।

রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই সাভারের রাজাসন এলাকার এম এইচ পি এ্যাপারেলস লিঃ, , উলাইলএর জয়েন্টক্স নীটওয়ার লিঃ হেমায়েতপুরের রাকিব এপারেলস সহ একই এলাকার আর এম এম সুয়েটারস লিঃ কারখানার সামনে ঢাকা আরিচা মহাসড়ক সহ ঢাকা সিংগাইর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।শ্রমিকরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে দেখতে পান আজ বেতন দেওয়া সম্ভব নয় বলে কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়ে দিয়েছে। কিছু প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কেও যোগাযোগ না করতে পেরে বিক্ষবের সৃষ্টি।

বিক্ষবরত শ্রমিকরা জানান, কারখানার ফটক বন্ধ। কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তাদের পাওয়া যাচ্ছে না। এ সময় সড়কে অবস্থান নিয়ে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা।