সাভারে ফেলে যাওয়া বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান রাজিব
একুশে জার্নাল
এপ্রিল ২১ ২০২০, ২৩:২৯

মোঃ ইয়াসিন, সাভার প্রতিনিধি: ঢাকার অদূরে সাভার উপজেলার তালবাগ এলাকায় কবরস্থানের গেটে নারায়নগঞ্জ থেকে নিয়ে আসা করোনা আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধ মা কে ফেলে গেছে সন্তানেরা।
মানবতার বিবেচনা করে সাভার উপজেলা প্রশাসন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন।
মঙ্গলবার(২১এপ্রিল) সন্ধ্যার এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। সাভার উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বিষয়টি জানার পর উপজেলা চেয়ারম্যানকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বৃদ্ধা মা কে উদ্ধার করে তার চিকিৎসা ও নমুনা সংগ্রহ করার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন।
এপ্রসঙ্গে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, করোনা সন্দেহে গর্ভধারীনি মাকে সড়কে ফেলে পালিয়ে যেতে পারে , এটা ভাবাই যায় না। পৃথীবিতে এমন পাষন্ড সন্তানও আছে যারা নিজের মা কে রাস্তায় ফেলে যায় , আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাকে উদ্ধার করে তার চিকিৎসা করার জন্য ও নমুনা সংগ্রহ করার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছি। নমুনার রিপোর্ট আসলে বুঝা যাবে উনি করোনায় আক্রান্ত কিনা।
এ প্রসঙ্গে সাভার উপজেলা চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব বলেন, এই বৃদ্ধা মা ঠিক মতো কথা বলতে পারে না। শুধু দু একটা কথা বলতে পারে , তিনি আরও জানায় যেহেতু উনার পরিবার পরিজন এখানে কেউ নেই , উনার চিকিৎসার ভার উপজেলা চেয়াম্যান হিসেবে আমি নিলাম, করোনায় আক্রান্ত হলেও উনার চিকিৎসা করাবো আর যদি করোনা আক্রান্ত না হন তাহলেও যতদিন চিকিৎসা চলবে ততদিন উনার চিকিৎসাসহ ভরন-পোষনের দায়ীত্ব আমি নিলাম।
পাশাপাশি এই মায়ের নারায়নগঞ্জের ঠিকানা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।