সাভারে প্রবাসীর বিয়ের অনুষ্ঠান পণ্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২০ ২০২০, ১৪:২৪

মোঃ ইয়াসিন, সাভার প্রতিনিধি

করোনা ভাইরাস মোকাবেলায় সাভারে গত ১২ ঘন্টায় বিদেশ ফেরত আরও ৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে সাভারে হোম কোয়ারেন্টিনের অবস্থিতের সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।

এরমধ্যে জার্মানী ফেরত এক ব্যক্তি রয়েছেন। তিনি আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা। গত শুক্রবার(১৩মার্চ) তিনি দেশে ফেরেন। ধুমধাম করে তাঁর বিয়ের আয়োজন চলছিল। আজ(২০মার্চ) শুক্রবার তাঁর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন আজ তাঁর বিয়ে বন্ধ করে দেয়।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, জার্মান ফেরত ব্যক্তির তথ্য পাওয়ার পর তাঁকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিয়ে বন্ধ করে দিয়ে কনে পক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।