সাভারে নৌপুলিশের সঙ্গে গুলি বিনিময়,ডাকাত টেক্কা গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৩ ২০২০, ০৭:৫৭

মোঃ ইয়াসিন, সাভার(ঢাকা): 

ঢাকার সন্নিকটে সাভারের আমিনবাজার তুরাগ নদীতে টেক্কা গ্রুপের সাথে নৌ পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌ পথের কুখ্যাত ডাকাত সরদার ১৪ টিরও বেশী মামলার আসামী মুজিবুর রহমান টেক্কাকে অস্ত্রসহ আটক করেছে নৌ পুলিশ।

শনিবার(২২আগস্ট) ভোরে সাভারের আমিনবাজারের তুরাগ নৌ পথে ডাকাত সরদার মুজিবুর রহমান টেক্কাসহ ১৪/১৫ সদস্যের একদল ডাকাত সিমেন্ট বোঝাই জাহাজ,বালুবাহী বলগেডসহ বিভিন্ন নৌ যানে ডাকাতি করছিল। খবর পেয়ে তুরাগ নদীর দ্বীপনগর এলাকায় অভিযান চালায় নৌ পুলিশের এস আই সাদিকুল ইসলাম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌ ডাকাত দলের সরদার মুজিবুর রহমান টেক্কাও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় পুলিশও আত্নরক্ষার্থে ডাকাতদের উপর পাল্টা গুলি ছুঁড়লে প্রায় ঘন্টা খানেক তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সরদার মুজিবুর রহমান তুরাগ নদীর পানিতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা নদীতে লাফিয়ে পড়ে ডাকাত দলের প্রধান মুজিবুর রহমান টেক্কাকে আটক করে। অন্য ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।

ডাকাতদের নৌযান তল্লাশী করে বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। ডাকাত দলের সরদার টেক্কার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ১৪ টিরও বেশী ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন নদীতে মানুষকে গুলি করে ও কুপিয়ে আহত করে ডাকাতির করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, এই নৌ ডাকাত প্রধানের অন্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে। আটক নৌ ডাকাত টেক্কা বরগুনা জেলার তালতলী থানার গাবারীয়া গ্রামের মুনসুর আলী আকনের ছেলে।

আমিনবাজার নৌ পুলিশের ওসি শেখ আলমগীর হোসেন জানান,দীর্ঘদিন ধরে ঢাকার আশে পাশের নৌ পথে ছিনতাই,ডাকাতি সহ হত্যা করে আসছিল টেক্কা বাহিনীর এই ডাকাত দল। বিশেষ অভিযানের মাধ্যমে বাকি সদস্যদের গ্রেফতারের প্রস্তুতি চলছে।