সাভারে নদীতে ডুবে শিশুর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
জুন ২৩ ২০২০, ১১:৫০
মো: ইয়াসিন,সাভার(ঢাকা)
সাভারের বংশী নদীতে গোসল করতে নেমে ৮ বছরের একটি শিশু নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
সোমবার (২২ জুন) বিকেলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাব্বি(৮)।রাতে সাভারের ভাগলপুর এলাকায় বংশী নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রাব্বি গাইবান্ধা জেলা সদর থানার চাপাদাও গ্রামের শামীমের ছেলে। সে সাভারের ভাগলপুর এলাকার তারাপুর মসজিদের সামনে হামিদ ব্যাপারীর বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থেকে ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
ফায়ার সার্ভিস জানায়, বিকেলে সাভারের ওই এলাকায় রাব্বিসহ দুই শিশু গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে রাব্বি নিখোঁজ হয়। পরে তার সাথে থাকা শিশুটি কান্নাকাটি করতে থাকলে স্থানীয়রা তার কাছে রাব্বি নিখোঁজের বিষয়টি শুনতে পায়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ৯৯৯ এ ফোন করে স্থানীয়রা। ৯৯৯ এর ফোন পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান শেষে নিখোঁজ রাব্বির মরদেহ উদ্ধার করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান শেষে রাব্বির মরদেহ উদ্ধার করা হয়।