সাভারে ডিবির হাতে অস্ত্রসহ আটক ১
একুশে জার্নাল
জুলাই ১৯ ২০২০, ১৬:৫০
মোঃইয়াসিন, সাভার(ঢাকা): ঢাকার সাভারে ঢাকা জেলা(উত্তর)ডিবি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করেছে।
রবিবার (১৯ জুলাই) সকালে ঢাকার সাভারের আশুলিয়ার পলাশ বাড়ী পশ্চিম পাড়া এলাকা থেকে মোঃ সাকিব খান (২৩) কে ২টি (দুই) দেশীয় তৈরী ওয়ান শুটার গান সহ গ্রেফতার করা হয়।
এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মোহাম্মদ গণি জানান, মাননীয় পুলিশ সুপার ঢাকা জেলা মোঃ মারুফ হোসেন সর্দার (বিপিএম সেবা, পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং ওসি (ডিবি উত্তর) ঢাকা জেলা মোহাম্মদ আবুল বাসার (পিপিএম, বার) এবং ইন্সপেক্টর ডিবি (উত্তর) মোঃ আলী আকবর স্যারদের নেতৃত্বে আমি এবং আমার সংগীয় ফোর্সদের সহায়তায় আজ সকালে আশুলিয়া থানাধীন পলাশ বাড়ী পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় মোঃ সাকিব খান (২৩) পিতা আব্দুল হান্নান ওরফে টিপু মাষ্টার, মাতা- শুকরিয়া খাতুন সাং – দাঁতিয়া মধ্য পাড়া, থানা- আমিনপুর, জেলা পাবনা কে ২টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান সহ গ্রেফতার করেছি। ধৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু হচ্ছে বলেও জানান তিনি।
এব্যাপারে, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এর ধারাবাহিক অংশ হিসেবে আজকের (রবিবার) এই অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি উত্তরের আওতাধীন এলাকা থেকে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এই চলমান অভিযান অব্যাহত থাকবে।