সাভারে জনপ্রতিনিধির উপস্থিতিতে বিয়ে; র‌্যাবের অভিযানে পন্ড

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১০ ২০২০, ২২:৩৭

দেশে চলছে নভেল করোনা ভাইরাসের কারনে জরুরী অবস্থা,ঠিক এ সময়ে ঢাকার অদুরে সাভারে চলছিল বিয়ের ধুমধাম কার্যক্রম। যেখানে সামাজিক দুরুত্ব বজায় রেখে সকলকে চলতে বলা হচ্ছে, সেখানে ধুমধাম জনসমাগমে চলছিল বিয়ের অনুষ্ঠান।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত তাৎখনিক উপস্থিত হয়ে বর-কনে উভয়পক্ষকে আর্থিক জরিমানা প্রদান করে বিয়ে বন্ধ করে দেয়া হয়।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের সালেপুর গ্রামে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় বর-কনের উভয়পক্ষের আট জনকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা কারা হয়। পাশাপাশি বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়ের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সর্তক করে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা মোকাবেলায় সরকার সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা উপক্ষা করে চেয়ারম্যানদের উপস্থিতি বিয়ের এমন অনুষ্ঠান খুবই হতাশাজনক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ সহ উভয়পক্ষে থেকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা । পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া আগে বিয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেয়া হয়।