সাভারে অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার; ভাড়াটিয়া যুবক পলাতক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২১ ২০২০, ১২:২৮

মোঃইয়াসিন, সাভার(ঢাকা);

সাভারের আশুলিয়ায় অন্ত:সত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতদের ভাড়াটিয়া আরমান হোসেন পলাতক রয়েছে বলে পরিবারের দাবী।

শনিবার (২০ জুন) রাত ১১:৩০দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার রুহুল আমিনের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে হনুফা আক্তার(২৮) এর মরদেহ উদ্ধার করা হয়। হনুফা আক্তার বাড়ির মালিক রুহুল আমিনের আপন ছোট বোন।সে একই গ্রামের রফিকের(৩০)স্ত্রী।

নিহত হনুফা আক্তার পটুয়াখালী জেলার সদর থানার অফিসেরটেক গ্রামের বাসিন্দা। তার ১০ বছরের একটি কন্যা রয়েছে এবং সে ৬মাসের অন্তঃসত্বা ছিলো।

যানাযায় সে গত ১০দিন পূর্বে গ্রাম থেকে এই বাড়ি দেখাশুনার জন্য এসেছেন।

নিহতের বড় বোন নুর নাহার আক্তারের দাবী, এটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের গলার স্বর্ণের চেইন ও কানের দুল পাওয়া যায়নি। এমনকি ঘরে থাকা বেশ কিছু টাকাও খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সুদীপ কুমার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

তিনি আরও জানান,মরদেহ উদ্ধার কালে বাইরে থেকে দরজা খোলা অবস্থায় অন্ত:সত্ত্বা এই নারীর মরদেহ বাড়ির একটি ফাঁকা কক্ষের মেঝেতে পড়েছিল এবং গলায় রশি পেচানো অবস্থায় ছিল। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এছাড়া নিহতের বাম চোখে কিছু আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহত হুনফাদের ভাড়াটিয়া আরমান(২৫)পলাতক রয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।