সাভারের বাড্ডা উচ্চবিদ্যালয়ে মুজিববর্ষ উদযাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৭ ২০২০, ১৪:৫৩

মো: ইয়াসিন, সাভার প্রতিনিধি:

বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতঙ্কে ক্ষুদ্র পরিসরে ও অনারম্বর পরিবেশে সাভার উপজেলা বাড্ডা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে করোনা ভাইরাস মোকাবেলায় করনিয় ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাইরাস মোকাবেলায় করনিয় সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করা হয় ও দোয়ার আয়োজন করা হয়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর শত তম জন্মবার্ষিকী কেক কেটে মুজিববর্ষের আনুষ্ঠানিকতা পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি কৃষিবিদ ড.রফিকুলই ইসলাম মোল্লা(ঠান্ডু মোল্লা), বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়ন সরকার,ম্যানেজিং কমিটির সদস্য সহ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ।

বিপুল উৎসাহ উদ্দিপনায় বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার গন্য মান্য ব্যাক্তির উপস্থিতিতে বঙ্গবন্ধুকে স্মরন করা হয়।