সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়ার ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হাফেজদের সংবর্ধনা
একুশে জার্নাল ডটকম
জুন ০৭ ২০২২, ১২:০৫
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুবদল মালয়েশিয়া শাখার উদ্যোগে দেশটির এতিম খানার দুইশ’ হাফেজে কোরআনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদলের টিপু সুলতান ও আবু কাউছার ভূঁইয়া।
অনুষ্ঠানে ভার্চুয়াল অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইরাক সরকার, দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ্, সিনিয়র নেতা শহিদুল্লাহ শহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউল্লাহ জাহিদ ও এএসএম জাহাগীর আলম। সাবেক যুবদলের সভাপতি নাসির উদ্দিন নাসির। মালয়েশিয়ার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলার বিএনপি নেতা খাজা চৌধুরী, মালয়েশিয়া বিএনপির মো মিন্টু সরকার, ইকবাল হোসেন মাজু। মালয়েশিয়া যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিপ্লব হোসেন। ফারুক হোসেন, এনায়েতুল্লাহ মোমেন, এনায়েত করিম, খালেদ হাসান, রিপন, নাজমুল হাসান, শেখ মো: সেলিম। মহানগর যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম রেজা, মেহেদী হাসান, মোশারফ হোসেন, শেখ মো: তুহিন, রাসেল রানা, শাহীন আলম, রিয়াদ মল্লিক, মো: ইসমাইল আকন্দ, মাঝি মিরাজ, সবুজ হাওলাদার ইমতিয়াজ হোসেন বাপ্পি। পুচং শাখা থেকে মোজাম্মেল হোসেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী সকল নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়