সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্য এর নতুন কমিটি গঠন
একুশে জার্নাল
মার্চ ১২ ২০২০, ১২:৫০

আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের অসহায় মানুষদের শিক্ষা চিকিৎসা ও আর্তমানবিক সহায়তার লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত সাদিপুর ইউনিয়ন প্রবাসীদের উদ্যোগে গঠিত হয়েছে,
সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর আহবায়ক কমিটি।
ভবিষ্যতে আরো বড় পরিসরে সবাইকে সম্পৃক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
বর্তমান আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন,
আহবায়ক- সৈয়দ ছাদেক আহমেদ,
যুগ্ম আহবায়ক-সাহেদ আহমেদ মুছা,
যুগ্ম আহবায়ক-মোশাহীদ আলী,
যুগ্ম আহবায়ক-আহমেদ আলী,
যুগ্ম আহবায়ক-মোহাম্মদ শাহেনুর,
সদস্য সচিব-দিলওয়ার হোসাইন,
সদস্যবৃন্দঃ
১-শরীফ উদ্দিন,
২-সেলিম আহমেদ রেজা,
৩-কয়সর উদ্দিন মাহমুদ,
৪-আজম আলী,
৫- আসক আলী,
৬-আলী আসকর,
৭-কুতুব উদ্দিন,
৮- সোহেল আলী।