সাতক্ষীরা সিটি কলেজে দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু
একুশে জার্নাল
আগস্ট ১৬ ২০২০, ২১:২৫

রেজওয়ান উল্লাহ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজে দুর্নীতির বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। শনিবার কলেজ কার্যালয়ে তদন্ত করেন দুদক ঢাকা অফিসের ডিএডি প্রবীর কুমার।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগসহ কয়েকটি ঘটনা ও অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত হয়।
দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে ঘটনা শুনে বুঝে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের নির্দেশ দিয়ে যান।
সিটি কলেজের দুর্নীতি নিয়ে দুদকের তদন্তের ঘটনা শহরে জানাজানি হলে দিনভর ব্যাপক আলোচনা সমালোচনা হতে শোনা যায়। পাশাপাশি সিটি কলেজ ছাড়াও ডে নাইট কলেজ, ছফুরুননেছা কলেজ, ভালুকা চাঁদপুর কলেজ ও ঝাউডাঙ্গা কলেজে একই ধরণের অনিয়মের অভিযোগ আছে। সিটি কলেজের পাশাপাশি এসব কলেজেও দুদক কর্তৃক তদন্ত হতে পারে।