সাতক্ষীরা শহরকে যানজট মুক্ত করতে জেলা প্রশাসনের অভিনব কৌশল
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০৯ ২০১৯, ০৬:৩০

সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা বৃহস্পতিবার যৌথভাবে মাইকিং করে ঘোষণা প্রচার করেছে।
প্রচার মাইক থেকে বলা হয়, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সাতক্ষীরা-খুলনা রুটের নারকেলতলা মোড়ে তিন মিনিট, সাতক্ষীরা-যশোর রুটের কদমতলা মোড়ে তিন মিনিট, সাতক্ষীরা-কারিগঞ্জ রুটের কামালনগর সঙ্গীতা মোড়ে তিন মিনিট এবং সাতক্ষীরা-আশাশুনি রুটের পৌর দিঘিরপাড়ে (পিএন স্কুল মোড়) তিন মিনিট যাত্রীবাহী বাস থামবে। শহরের মধ্যে আর কোনও স্থানে কোনও যাত্রীবাহী বাস দাঁড়াতে পারবে না। বাস থামিয়ে কোনও যাত্রী ওঠানো বা নামানো যাবে না।
উল্লেখ থাকে যে, সাতক্ষীরা শহরে পৃথক চারটি রুটের চারটি স্থানে তিন মিনিটের বেশি যাত্রীবাহী বাস থামবে না। শহরে কোনও অনিবন্ধিত ইজিবাইক ও ইঞ্জিনভ্যান চলবে না। এ নিয়ম ভঙ্গ করলে জেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও বিআরএ’র সমন্বয়ে গঠিত বিশেষ টিম আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।