সাতক্ষীরা ভোমরা সিমান্তে ফেন্সিডিল সহ আটক ৩
একুশে জার্নাল
ডিসেম্বর ২৩ ২০১৮, ১২:৫১
আব্দুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।
আজ ভোমরার লক্ষীদাড়ী সীমান্ত হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – যুগিপুকুরিয়া এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, ভোমরা এলাকার মৃত মাহাবুবারের ছেলে মামুন সরদার, নেবাখালি এলাকার আকবার আলীর ছেলে হাবিবুল্লাহ।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহারিয়ার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোমরা লক্ষীদাড়ি গ্রামের জালাল মেম্বারের বাড়ির উত্তর পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।