সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশ থেকে একটি নবজাতক উদ্ধার
একুশে জার্নাল
মার্চ ১৫ ২০২০, ১৩:২২

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশ থেকে একটি নবজাতক উদ্ধার হয়েছে৷ গায়ে রক্ত মাখা, লুঙ্গির কাপড়ে পেঁচানো অবস্থায় ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন সাতক্ষীরার অ্যাম্বুলেন্স চালক সবুজ সরদার। শনিবার ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপলোর শাহদাহ ব্রিজের পাশে এ নবজাতককে তিনি কুড়িয়ে পান ।
সবুজ সরদার এর বাড়ি তালা উপজেলার কুমিরা এলাকার তার পিতার নাম সোনাই সরদার। সে পাটকেলঘাটার একটি নার্সিং হোমের অ্যাম্বুলেন্স চালক হিসাবে কর্মরত।
সবুজ সরদার জানান, একটি রোগীকে নিয়ে রাতে সদর হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসার সময় রাত ৩টার দিকে গাড়ির আলোতে শাকদাহ ব্রিজের কাছে একটি শিশুকে পড়ে থাকতে দেখি। শুধু পা দু’টো দেখা যাচ্ছিল। পরবর্তীতে গাড়ি থেকে নেমে দেখি শিশুটি জীবিত। গায়ে রক্তমাখা ও লুঙ্গির কাপড় দিয়ে জড়ানো অবস্থায় ছিল।
তিনি বলেন, তাৎক্ষণিক আমার বাড়িতে ফোন দিলে শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা জানায় আমার পরিবার। শিশুটি বর্তমানে আমার বাড়িতেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।
শিশুটিকে কাউকে দিতে চান না জানিয়ে সবুজ সরদার বলেন, আমার ৮ মাসের একটি মেয়ে রয়েছে। কুড়িয়ে পাওয়া এ কন্যাশিশু আমি কাউকে দিব না। সে আমার কাছে আমার মেয়ের মতই বড় হবে।
ঘটনার বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, শিশুটিকে গিয়ে দেখে এসেছি আমরা। সে সুস্থ স্বাভাবিক রয়েছে। তবে নবজাতকটি কে বা কারা ফেলে গেছে সেটি এখনো জানা যায়নি।