সাতক্ষীরা কালিগঞ্জ – নলতা প্রধান সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের দাবি
একুশে জার্নাল
অক্টোবর ০৯ ২০১৮, ১১:১১
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা বাংলাদেশর দক্ষিন পশ্চিম এ ভারতের সিমান্তবর্তী একটি জেলা। চিংড়ী চাষ ও সুন্দরবন এর জন্য এই এলাকা বেশ পরিচিত। এখানের চিংড়ী বিদেশে রপ্তানি করা হয়। এবং সুন্দরবন এই জেলার কাছে হওয়ায় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল সহ বিদেশ থেকে দর্শনার্থী এসে থাকেন। কিন্তু চলাচলের একমাত্র মেইন সড়কটি বেহাল দশায় পড়ে রয়েছে। বিশেষ করে সাতক্ষিরা কালিগঞ্জ থেকে নলতা পর্যন্ত সড়কটি বর্তমানে প্রায় চলাচলের অনুপযোগী।
একটা গাড়ি চলার মতো জায়গা নেই সেখানে দুইটা গাড়ি এবং সাধারন পথচারী চলবে কিভাবে? বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তির চলাচল আরও ভয়ানক। যেকোন সময়ে ঘটতে পারে মারাত্মক সড়ক দূর্ঘটনা।
প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার ছোট বড়, মাঝারি গাড়িসহ লক্ষাধিক মানুষ চলাচলের একমাত্র প্রধান সড়ক এটি। খুব দ্রুত যেনো সংস্কার করা হয় সেজন্য সড়ক বিভাগ এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন এই জনপদের সাধারণ মানুষ।