সাতক্ষীরায় পাট ক্ষেত থকে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
একুশে জার্নাল ডটকম
জুলাই ৩০ ২০১৯, ১২:৫৬

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় পাটক্ষেত থেকে পরিবহন শ্রমিক আলমগীর হোসেন (৩৫)এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের পাটক্ষেত থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন গোবিন্দকাটি গ্রামের ফকির সরদারের ছেলে এবং সাতক্ষীরার সংগ্রাম পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গোবিন্দকাটির একটি পাটক্ষেত থেকে আলমগীর হোসেনের মরদেহটি উদ্ধার করেছে।
তিনি আরোও জানান তার গায়ে ধারালোা অস্ত্রের আঘাত দিয়ে কোপানো ও গলায় ফাঁস দেওয়া ছিল। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি। পুলিশ ইতিমধ্যে অভিযানে নেমেছে বলে তিনি জানান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।