সাতক্ষীরায় ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতির উপর অতর্কিত হামলা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ৩০ ২০১৯, ০৫:০৫

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমানের উপর রাতের অন্ধকারে সন্ত্রাসী দের ছুরিকাঘাত ও প্রাণনাশের চেষ্টার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত দশটার দিকে সাতক্ষীরার সদর হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে চা খাওয়ার সময় উক্ত ঘটনা ঘটে। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।

মশিউর রহমানের ভাই শিমুল জানান প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এর পরে তার অবস্থার অবনতি ঘটলে খুলনাতে স্থানতারিত করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম একুশে জার্নাল কে জানান তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক। এম,আর,আই না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।