সাতক্ষীরায় গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৪ ২০২০, ২১:১৪

রেজওয়ান উল্লাহ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটায় গাঁজা সেবনের অপরাধে ৩ যুবকের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগরঘাটা ইউনিয়নের বেদে পুকুর নামক কূল বাগান থেকে তাদের আটক করে এ সাজা প্রদান করে তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত গাজা সেবনকারী নগরঘাটা গ্রামের এ.কে.এম জুলফিকার ওরফে ভুট্টো মাস্টারের ছেলে সোয়েব হাসান জুয়েল (১৮), ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মো. রফিকুল গাজীর ছেলে মো. টিপু সুলতান (২৪) এবং অপর আসামী পাঁচপাড়া গ্রামের মো. রেজাউল হোসেন গাজীর ছেলে সজল গাজী (১৮)।

সোয়েব হোসেন জুয়েল ও সজল গাজীকে
ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) গ ধারার লঙ্ঘন ও ৩৬ (১) টেবিল- ২১ ধারায় দণ্ডনীয় অপরাধের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. টিপু সুলতানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এর দিকনির্দেশনায় মাদকদ্রব্য অভিযানে এসআই শাহিন, এসআই মিজান, এসআই মাহবুব, এএসআই কালাম তাদের আটক করে। পরে তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।