সাতক্ষীরায় আরও ১৯ জনের করোনা শনাক্ত, মোট ৪৯৮

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৯ ২০২০, ১৬:১৯

রেজওয়ান উল্লাহ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪৯৮ জন করোনা আক্রান্ত হলেন।ত

রোববার (১৯ জুলাই) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা জেলা থেকে এ পর্যন্ত তিন হাজার ২৫১ জনের নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে আজকের ১৯জনসহ ৪৯৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, সাতক্ষীরায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২১২ জন।