সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা
একুশে জার্নাল ডটকম
জুলাই ২২ ২০১৯, ১৭:৪৬
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম (৪৮) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুল ইসলাম সাতক্ষীরা সদরের কুচপুকুর গ্রামের বাসিন্দা।
আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর কাসেমপুর হাজামপাড়ায় স্টোন ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নজরুল আজ সকালে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি কাসেমপুর হাজামপাড়ায় স্টোন ব্রিকস এলাকায় পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান এবং সেখানেই তিনি মারা যান।
ঘটনার পরপরই এলাকাবাসী ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা-বৈকারি সড়ক অবরোধ করে রাখে।
তিনি আরও জানান, খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ ও তিনি দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নজরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
প্রসঙ্গত, এর আগে নজরুলের ভাই সিরাজুল ইসলামকে বোমা মেরে হত্যা করেছিল সন্ত্রাসীরা। বছর দুয়েক আগে তার ভাইপো যুবলীগ নেতা রাসেল কবীরকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
এ ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে দ্রুত আইনের মুখোমুখি করা হবে এমনটাই দাবি এলাকা বাসীর।।