সাতক্ষীরার শ্যামনগরে ৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২২ ২০১৯, ২২:২৬
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগরে ৫০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতের নাম আরিফুজ্জামান আইলু। সে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের শেখ জাহের আলীর ছেলে এবং চিহ্নিত মাদক ব্যাবসায়ী।
থানা সূত্রে জানা গেছে, শ্যামনগর থানা পুলিশের এস আই মোস্থফা ও এ এস আই মামুন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শ্যামনগরের আতরজান মহিলা কলেজের সামনে থেকে আনুমানিক রাত ৮ টা ৫ মিনিটের সময় ৫০ পিচ ইয়াবা সহ আরিফুজ্জামান আইলু কে আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার বিরুদ্ধে মাদক আইন অনুযায়ী মামলা হবে। এবং এই ধরনের মাদক বিরোধী অভিযান শ্যামনগরে অব্যাহত থাকবে।