সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৬ ২০২০, ১৫:৩৯

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সাতক্ষীরা-৪ আসনের এম পি এস এম জগলুল হায়দারের প্রচেষ্টায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
“ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদ্যোগ নিয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন চত্বরে ভ্রাম্যমাণ মেডিকেল টিম এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। ৬ এপ্রিল সোমবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা সহ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
করোনা ভাইরাস পরিস্থিতির কারনে গৃহবন্দি জনগনকে নিরাপদ রাখতে ও জনগনের স্বাস্থ্যসেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষে এই উদ্যোগ গ্রহন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
উপজেলার যেকোন রোগী 01301938575, 01704813686, 01709102026 হটলাইন নাম্বারে ফোন করে তার অসুস্থতার কথা জানালেই সেখানে পৌঁছে যাবে শ্যামনগর মেডিকেল টিম এমনটি ঘোষনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান থেকে। এ সময় তিনি বলেন, মানুষকে নিরাপদে রাখতে এবং কেউ যেন বাড়ি থেকে বের না হয় সে জন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমি চাই আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সে জন্য এই ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।