সাতক্ষীরার মাদরা সীমান্তে প্রাইভেটকার ভারতীয় মোবাইল ও ফেনসিডিলসহ আটক ৫

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১১ ২০২০, ১৯:৫১

মোঃ রেজওয়ান উল্লাহ, কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে প্রাইভেটকারসহ ভারতীয় ফেনসিডিল, ভারতীয় মোবাইল ও নগদ টাকাসহ আটক ৫ জন। মঙ্গলবার রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তবর্তী মাদরা ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা সীমান্ত দিয়ে ভারত থেকে বিভিন্ন মালামাল আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে, বিজিবির একটি টহল দল রাতে মাদরা ক্যাম্পের সামনের রাস্তা থেকে একটি প্রাইভেট কারে তিন বোতল ফেনসিডিল, ১২ টি ভারতীয় দামি মোবাইল ফোন ও নগদ বাংলাদেশী ৪৫হাজার ৮৪২ টাকা সহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার ভাটদয়ালি গ্রামের আব্দুল হকের ছেলে সোহাগ(২৫), একই গ্রামের মিজানুর এর ছেলে রাশেদুজ্জামান(১৯) সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দা গ্রামের আবুল হোসেনের ছেলে ইকবাল(৪২), সারারাত কাটিয়ে লেখা শামসুজ্জামানের ছেলে আশরাফুজ্জামান(৩২),সুলতানপুরের আব্দুল ওয়াদুদের ছেলে মোস্তফা কামাল(৩২)

আটককৃতদের বুধবার সকালে কলারোয়া থানায় আটককৃত মালামালসহ সোর্পদ করা হয়েছে বলে জানা যায়।