সাতক্ষীরার নজরুল ইসলাম হত্যা মামলা আসামির লাশ উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৫ ২০১৯, ১৬:২৭

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলা সহ আরও পাঁচ মামলার আসামীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম কবিরুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলায় কুচপুকুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে এবং আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর বাইপাসের কালভার্টের নিকট থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আজ ভোরে কবিরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কবিরুলের মরদেহটি উদ্ধার করেছে। বুধবার মধ্যরাতে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে কবিরুল ইসলাম নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহত কবিরুল ইসলামের বিরুদ্ধে একই গ্রামের আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম হত্যাসহ অন্তত ৫টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।