সাতক্ষীরার তালায় ১৩ বৎসরের শিশুর করোনা পজেটিভ
একুশে জার্নাল
জুন ০২ ২০২০, ২১:৪৪
রেজওয়ান উল্লাহ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরারৌঔ তালায় রিয়াদ হোসেন নামের ১৩ বৎসরের শিশুর করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত শিশু তেতুলিয়া ইউনিয়নের কলিয়ার তবিবুর রহমানের পুত্র।
তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রাজীব সরদার বলেন, রিয়াদ হোসেন ঢাকা মিডিকেলে ব্লাড ক্যানসার রোগ নিয়ে ভর্তি ছিলো। করোনার জন্য ঢাকা মেডিকেল হতে বাড়ীতে আসে। বাড়ীতে আসার পরে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইন শেষে তালা হাসপাতাল ডাক্তার কর্তৃক ২৭ মে করোনার স্যামপল গ্রহণ করা হয়।
গত ৩০ মে রাত্র ৮.৩০ মিনিটে জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক রিয়াদের করোনা পজেটিভ বিষয়টি অবহিত করেন। এর ফলে তার বাড়ীসহ আশে পাশের ১২টি বাড়ী লকডাউন করা হয়।