সাতক্ষীরার তালায় নেশার ঔষধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০২ ২০২০, ১৮:৫৫
রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় আ্যলকো জাতীয় ঔষধ খেয়ে সনৎ বাছাড় (৩৮) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার খেশরা ইউনিয়নের দঃশাহাজাতপুর গ্রামের হরিপদ বাছাড়ের ছেলে।
সনৎ বাছাড় স্থানীয় শাহাজাতপুর বাজারে কাপড় ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী জানান, রবিবার জৈনক সুনিল দাশের ঔষধের দোকান থেকে আ্যলকো জাতীয় নেশার ঔষধ কিনে খেয়ে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরবর্তীতে দুপুরে তাকে তালা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সাড়ে ১০ টার দিকে তার মৃত হয়।
সোমবার সনৎ বাছাড়ের সৎকার সম্পন্ন করা হয়েছে।তালা থানা ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।