সাতক্ষীরার তালায় অস্ত্র ও গুলিসহ একজন আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৬ ২০১৮, ০৮:৩৩

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার বাতুয়াডাঙ্গা এলাকা থেকে দুটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে তালা থানা পুলিশ। থানা সূত্রে জানাযায় বৃহস্পতিবার সকালে খসড়া ইউনিয়নের বাতুয়াডাঙ্গা এলাকা থেকে অনিমেষ মন্ডল(৩৩) নামে একজন সন্ত্রাসী কে পুলিশ আটক করে।

আটককৃত অনিমেষ মন্ডল তালা উপজেলার খসড়া ইউনিয়নের বাতুুয়াডাঙ্গা গ্রামের মৃত মন্ডলের ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল জানান গোপন সংবাদের ভিত্তিতে দুটি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এর আগেও থানায় মামলা রয়েছে।