সাতক্ষীরার গর্ব বিশ্বকাপজয়ী মৃত্যুঞ্জয়ের সফল অস্ত্রোপচার

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১১ ২০২০, ২০:৩২

মোঃরেজওয়ান উল্লাহ,কলারোয়া প্রতিনিধিঃ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার পেস বোলিং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গর্ব মৃত্যুঞ্জয় চৌধুরীর আজ বুধবার অস্ট্রেলিয়াতে তার কাঁধের সফল অস্ত্রোপচার হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড থেকে জানা গেছে। প্রসঙ্গত মৃত্যুঞ্জয় চৌধুরি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগেই পড়েছিলেন কাদের ইনজুরিতে। বিশ্বকাপের দুই ম্যাচ খেলার পরে ইনজুরির কারণে আর খেলার সুযোগ হয়নি তরুণ পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার অস্ট্রেলিয়া তে তার কাদের সফল অস্ত্রোপচার হয়েছে। কলারোয়া বাসের কামনা মৃত্যুঞ্জয় চৌধুরী দ্রুত সুস্থ হয়ে ২২ গজে ফিরে আসবে। মৃত্যুঞ্জয় চৌধুরি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ যুবদলের ২২ম্যাচে ৩৬ উইকেট লাভ করে।