সাতক্ষীরার কলারোয়া থেকে মাদকসহ আটক ৯
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৫ ২০২০, ১৯:৫৪

মো: রেজওয়ান উল্লাহ, কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া থানায় পুলিশের পৃথক অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মুনীর-উল-গীয়াস সাহেবের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ইস্রাফিল হোসেন, এসআই(নিঃ) মোঃ রুবেল হোসেন ,এএসআই(নিঃ) মোঃ সাগর এএসআই (নিঃ) রফিকুল হোসেন সহ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৪/০৩/২০২০ তারিখ কলারোয়া পৌরসভাধীন ২ নং ওয়ার্ড গরুর হাট খোলার মোড় নামক স্থানে জনৈক ডাবলু এর পানের দোকানের সামনে হইতে ৭০ বোতল ফেনসিডিল সহ কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মোঃ রমজান গাজীর পুত্রমোঃ সোহাগ হোসেন (২৪) ও একই গ্রামের মৃত সাদেক আলীর পুত্র মোঃ হাসান আলীকে গ্রেফতার করেন।
তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মনির-উল-গীয়াস বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।