সাতক্ষীরার কলারোয়ায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৩ জনের করোনা পজেটিভ
একুশে জার্নাল ডটকম
জুলাই ১২ ২০২০, ১৮:৩৬

রেজওয়ান উল্লাহ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি; সাতক্ষীরার কলারোয়ায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ৬ দিনের ব্যবধানে কলারোয়ায় করোনা শনাক্ত হলেন ২৬ জন।
রোববার পর্যন্ত উপজেলায় ৪৯ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। তবে এদের মধ্যে ১১ সুস্থ হওয়ায় বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত রইলেন ৩৮ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান।
রোববার করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন: কলারোয়া শাখার সোনালী ব্যাংক ম্যানেজার কলারোয়া হাসপাতাল রোডের শেখ সালাউদ্দিন, উপজেলার জালালাবাদ ইউনিয়নের বুইতা গ্রামের মিম(২৬), সিও- আজহারুল ইসলাম ও যশোরের ঝিকরগাছা থানার শঙ্করপুর ইউনিয়নের আব্দুল্লাহ হুসাইন।