সাতক্ষীরার কলারোয়ায় সপ্তাহব্যাপী যুব উন্নয়নের ট্রেনিং’এর উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৯ ২০২০, ১৮:৪৫

মোঃরেজওয়ান উল্লাহ, কলারোয়া প্রতিবেদক:
“জেগেছে যুব জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১ এ বাংলাদেশ” -এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরেরর উদ্যোগে উপজেলার ২ নম্বর জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ট্রেনিং সেশন এর শুভ উদ্বোধন হয় সোমবার বিকাল ৪টার সময়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী অফিসার জনাব কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসার জনাব বেলাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসের ৪র্থ শ্রেনীর কর্মচারী আলমগীর হোসেন, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মিঠু,সেক্রেটারী মোমিনুর,কামাল,গ্রাম ডাঃরেজওয়ান,দিপু,রাসেল,জনি,মামুন প্রমূখ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শংকরপুর ওয়ার্ডের মেম্বার জনাব শফিউল আজম। উক্ত ট্রেন্ডিং ফ্যাশনের ৩৫ জন বেকার যুবক যুবতীদের কে গাভী পালন বিষয়ে সাত দিনের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং সেশন পরিচালনা করবেন কলারোয়া উপজেলা মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক অফিসার মোঃ বেলাল হোসেন। উক্ত ট্রেনিং শেষে পরীক্ষার মাধ্যমে যুব উন্নয়ন থেকে ট্রেনিং প্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানা যায়।