সাতক্ষীরায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চালুর প্রস্তুতি প্রায় শেষ, উদ্বোধন ১২ই জানুয়ারি
একুশে জার্নাল
জানুয়ারি ০৯ ২০১৯, ০৭:০৮

আব্দুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধিঃ চলতি বছরের ১২ই জনুয়ারি সাতক্ষীরায় উদ্বোধন হতে যাচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। চলছে শেষ পর্যায়ের ডেকোরেশন এর কাজ। সবকিছু ঠিক থাকলে ১২ই জানুয়ারি সাতক্ষীরার মানুষের বহু দিনের চাওয়া এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন হবে।
সাতক্ষীরা শহরের অদূরে সংগ্রাম টাওয়ারের দ্বিতীয় তলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের প্রস্তুতি প্রায় শেষের দিকে।
গ্রাহকের উন্নত মানের সেবা প্রদানের জন্য এখানে প্রস্তুত করা হচ্ছে অভ্যর্থনা ও পরামর্শ ডেস্ক এবং বৃহৎ পরিসরে ওয়েটিং স্পেস। থাকছে টয়লেট সুবিধা। এখান থেকে পাঁচটি ডেস্ক এর মাধ্যমে সপ্তাহে পাঁচদিন পরিচালিত হবে ভারতীয় ভিসা আবেদন পত্র গ্রহণ ও ভিসা প্রদানের কার্যক্রম। শুক্র ও শনিবার সপ্তাহের ছাড়া সপ্তাহের বাকী পাঁচদিন, প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কোন প্রকার ভোগান্তি ছাড়াই চলবে কার্যক্রম। এ জন্য ঢাকা থেকে আগত কয়েকজন আইটি এক্সপার্ট ভিসা সেন্টার এর প্রাথমিক কার্যক্রম সেরে নিচ্ছেন।
এ বিষয়ে আইটি এক্সপার্ট কৌশিক ঘোষ জানান আগামী ১২ই জানুয়ারি সেন্টার উদ্বোধন করা হবে তারপর গ্রাহকরা এখান থেকে প্রয়োজনীয় সেবা পাবেন। আমরা প্রাথমিক ভাবে সেট আপের কাজ করছি। পরবর্তীতে একজন ইনচার্জ এখানে দায়িত্বে আসবে।
ইউক্যাশের এর মাধ্যমে ভিসা ফি জমা দিয়ে আবেদন ফরম জমা দানের মাধ্যমে ভোগান্তি ছাড়াই ৭থেকে ১০ দিনের মধ্যেই এই কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে।
এর আগে সাতক্ষীরা বাসীর ইন্ডিয়ান ভিসার আবেদন জমা দেওয়া ও ভিসা প্রাপ্তির জন্য যশোর অথবা খুলনায় যেতে হতো। সাতক্ষীরায় ভিসা সেন্টার চালু হলে সাতক্ষীরার বাসির ভোগান্তি অনেকটা কম হবে বলে মনে করেন এই জনপদের ইন্ডিয়ান ভিসা প্রার্থীগণ।