সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন
একুশে জার্নাল
ডিসেম্বর ১৮ ২০১৮, ১৫:০২
আব্দুর রহমান, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ কে সামনে রেখে সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরার চারটি আসনে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা ১ ও ২ আসনে ছয় প্লাটুন এবং সাতক্ষীরা ৩ ও ৪ আসনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের কার্যক্রম শুরু করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ মহিউদ্দিন খন্দকার ও ৩৪ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা দেখভালের পাশাপাশি তারা নিয়মিত টহল দেবেন