সাতক্ষীরাতে ৮ জন বিএনপি নেতার আওয়ামীলীগ এ যোগদান
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৩ ২০১৮, ১১:৪৬
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিএনপির ৮ জন নেতা আওয়ামীলীগে যোগদান করেছেন। আজ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল এর খুলনার বাসভবনে তার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন তারা।
সাতক্ষীরা- ৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জগলুল হায়দারের দিকনির্দেশনায় বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান কৃত ৮ নেতা হলেন, সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার ইমরুল হায়দার, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম মোড়ল, রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আকবর আলী, কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, বিশিষ্ট কণ্ঠ শিল্পী শ্যামনগরের জাসাস সভাপতি গাজী সালাউদ্দীন বাপ্পী ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুর রহমান বাবু।
শেখ হেলাল তাদেরকে শুভেচ্ছা জানান এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে বলেন।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন এস.এম. জগলুল হায়দার, বাংলাদেশ আওয়ামী লীগএর কেন্দ্রীয় সদস্য এস, এম কামাল, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড শোকর আলী, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু সজল মুখার্জী সহ আওয়ামীলীগে অন্যান্য নেতৃবৃন্দ।