সাতক্ষীরাতে জামাত নেতা সহ আটক দুই
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১০ ২০১৮, ১৬:৫১
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ জালালউদ্দীনকে আটক করেছে পুলিশ।আজ সোমবার সাড়ে ৭ চার দিকে সদরের কাথন্ডা এলাকা হতে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা থানার ইন্সপেক্টর(আইসিটি)আবুল কালাম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগেএকাধিক নাশকতা ও সহিংসতা মামলার আসামী, জামায়াতের অর্থদাতা গোলাম মোস্তফাকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার বিকালে রেউইবাজার এলাকা হতে তাকে আটক করা হয়। গোলাম মোস্তফা সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের দক্ষিণ কামার বায়সা গ্রামের মৃত ইমরান আলীর ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান আটকের বিষয়টি নিশ্চি করে বলেন, গোলাম মোস্তফার নামে নাশকতা ও সহিংসতার ৮টি মামলা মামলা রয়েছে।