সাজেদা চৌধুরীর বাড়িতে বিএনপির শামা ওবায়েদ
একুশে জার্নাল
ডিসেম্বর ২২ ২০১৮, ০৫:৩৫
এসময় অসুস্থ সাজেদা চৌধুরীর শরীরের খোঁজ খবর নেন ও তার আশু আরোগ্য কামনা করেন শামা ওবায়েদ
ফরিদপুর ২ আসনে মহজোটের প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে দেখতে তার বাসভবনে গিয়েছিলেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শামা ওবায়েদ। শুক্রবার (২১ ডিসেম্বর) ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুরে সৈয়দা সাজেদা চৌধুরীর নিজ বাসভবন হামিদ মঞ্জিলে যান শামা ওবায়েদ।
তবে সৈয়দা সাজেদা চৌধুরী ঘুমিয়ে থাকায় তার সাথে দেখা করতে না পেরে তার ছেলে সজিদ আকবরের কাছ থেকে অসুস্থ সাজেদা চৌধুরীর শরীরের খোঁজ খবর নেন ও তার আশু আরোগ্য কামনা করেন।
এছাড়াও শামা ওবায়েদ সজিদ আকবরের হাতে ধানের শীষের লিফলেট তুলে দিয়ে দোয়া চান। সজিদ আকবরও শামা ওবায়েদ এর হাতে নৌকার লিফলেট দেন এবং ধানের শীষ এবং নৌকার পোষ্টার এক সাথে ধরে ছবি তোলেন।
বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ এসময় উপস্থিত সংবাদ কর্মীদের বলেন, “সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী একজন প্রবীন নেত্রী তার অসুস্থতার খবর শুনে তাকে দেখতে এবং তার নিকট দোয়া চাইতে এসেছি”।