সাংবাদিক শিফাত মাহমুদের উপর হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৫ ২০২০, ১৮:০৮
মোঃ ইয়াসিন, সাভার (ঢাকা):
সাভারের আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধ সংলগ্নে সাংবাদিক সিফাত মাহমুদ ফাহিমের উপর সন্ত্রাসী হামলা ও দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে সাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া থানা কমিটির উদ্যোগে সম্মলিত সাংবাদিক ফোরাম সাভার, আশুলিয়া ধামরাই ও কাশিমপুর থানায় কর্মরত সকল সংবাদিকের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার(১৫জুলাই) দুপুর ২ ঘটিকায় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটোকের সামনে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভূয়া এমবিবিএস ডাক্তার হামিদুল’কে গ্রেফতার ও তার গৃহপালিত সন্ত্রাসী এনামুল, সোহেল, প্রিন্স ও মামুনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আশুলিয়া থানা শাখা কমিটি বিএমএসএফ’র নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকগণ।
এ সময় জয়যাত্রা টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি ও নতুন দিগন্ত প্রতিকার বিশেষ প্রতিনিধি সত্য ও বস্তুনিষ্ঠ তরুণ সাংবাদিক মোঃ শিফাত মাহমুদ ফাহিম এর ওপর ভূয়া এমবিবিএস ডাঃ হামিদুল কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তরা।
অনুষ্ঠিত মানব বন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি সাংবাদিক নজমুল হুদা প্রশাসনের সকল দপ্তরের ধারকবাহকদের উদ্দেশ্য বলেন,আপনারা এসব সন্ত্রাসীদের গ্রেফতার করুণ। এদের লাগাম টেনে ধরুন নয়তো গণমাধ্যম অঙ্গণ স্বাধীন থাকবেনা।
সেই সাথে বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি, যমুনা টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের ওমান প্রতিনিধি এবং দৈনিক নতুন দিগন্ত সম্পাদক এইচ এম হমায়ুন কবির বলেন ,তরুণ সাংবাদিক শিফাত মাহমুদ ফাহিম এর ওপর হামলার আমরা তীব্র নিন্দা জানাই। সেই সাথে অতি দ্রুত হত্যা, ধর্ষণ সহ একাধিক মামলার আসামী হামিদুল কে গ্রেফতারের দাবি জানাই প্রশাসনের নিকট।
বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নিরব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতিদ্রুত আপনারা আত্রাই উপজেলার চিন্থিত সন্ত্রাসী হামিদুল ও তার পালিত সন্ত্রাসীদের গ্রেফতার করুণ নয়তো আমরা এর চেয়েও আর কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।কেননা একজন ভূয়া এমবিবিএস ডাক্তারের কাছে আমাদের কলম মাথা নত করবেনা।
অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিন ও স্যাটেলাইট টেলিভিশন নিউজ-২৪ এর সিনিয়র সাংবাদিক নাজমুল হুদা, বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি,যমুনা টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের ওমান প্রতিনিধি এবং দৈনিক নতুন দিগন্ত সম্পাদক এইচ এম হুমায়ুন কবির, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি হান্নান চৌধুরী, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নিরব কাশিমপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী,এছাড়া আরও উপস্থিত ছিলেন আশুলিয়া মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সভাপতি মোহাম্মাদ ইয়াসিন, সাধারণ সম্পাদক শ্রীঃ মৃদুল ধর ভাবন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খাঁন,মাইটিভি সাভার উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদ প্রমুখ।