সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৬ ২০২০, ১৪:৫৮

মো শহিদুল্লাহ্, ঠাকুরগাঁও প্রতিনিধি

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে শুক্রবার (১৩মার্চ) মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন ও জেল জরিমানা করে কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন। এই নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকবৃন্দ।

এসময় তারা বলে, এভাবে একজন সাংবাদিককে প্রতিশোধক মূলক অন্যায়ভাবে নির্যাতন ও মামলা করা একটি বেআইনি কাজ। আমরা তার সর্বচ্চো শাস্তি দাবী করছি।

তারা আরও বলে, এখন সাংবাদিক নির্যাতন প্রায় ঘটছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই আপনারা এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিন। আমরা আর কোন সাংবাদিক নির্যাতন দেখতে চাইনা।

এ সময় সাংবাদিক বৃন্দের সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।