সাংবাদিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বাহুবলে বিএমএসএফের প্রতিবাদ সমাবেশ
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৬ ২০২০, ১৮:৩৪
বাহুবল( হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন ও তার সহযোগীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সারা দেশের ন্যায় বিএমএসএফ বাহুবল শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ স্থানীয় সাবরেজিস্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই মার্চ) দুপুরে সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মোঃ জাবেদ আলী,সোহেল আহমদ কুটি, মোঃ জুবায়ের আহমদ,মোঃ আবু সাঈদ,মোঃ সাদিকুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন ও তার সহযোগীদের দৃষ্টান্তমুলক শান্তির দাবি ও হবিগঞ্জের কৃতিসন্তান প্রতিযশা সাংবাদিক দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপর মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানান। দেশব্যাপী সাংবাদিক নির্যাতনও হয়রানি বন্ধে জোর দাবী জানানো হয়।
এছাড়াও বাহুবলে ইউএনও কর্তৃক সাংবাদিকদের হলুদ আখ্যায়িত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।