সাংবাদিক কাজল নিখোঁজের ঘটনায় জবি ছাত্র অধিকার পরিষদের উদ্বেগ
একুশে জার্নাল
মার্চ ১৮ ২০২০, ১২:৩৯
জবি প্রতিনিধিঃ দৈনিক পক্ষকাল এর সম্পাদক ‘শফিকুল ইসলাম কাজল’ নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।
মঙ্গলবার (১৯ মার্চ) সাংবাদিকদের পাঠানো জবি শাখার দপ্তর সম্পাদক তিথি সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শফিকুল ইসলাম কাজলের সন্ধান ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ১৩ তম ব্যাচের একজন নিয়মিত শিক্ষার্থী। অামরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (জবি শাখা) সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি!
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় আমরা সরকারের দৃষ্টি অাকর্ষণ করছি যেনো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতিদ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধার করে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং সেই সাথে দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি!