সাংবাদিক ও বিভিন্ন ব্যাক্তিবর্গের সাথে বালাগঞ্জ বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৯ ২০২০, ২১:১৮
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ মার্চ বিকালে বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন মার্কেট প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো: জুনেদ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি কাওছার আহমদ কওছরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সাবেক ভাইস চেয়ারম্যান মাও, সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহবায়ক মাও. আশিকুর রহমান, সাবেক সেক্রেটারি এমএ মতিন, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সহ-সভাপতি হুসাইন আহমদ, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ সহ বালাগঞ্জ বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ, বাজারের ব্যবসায়ীবৃন্দ,এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

সভায় বালাগঞ্জ বাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে গরুর বাজার স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।



