সাংবাদিক ইসমাইল মাহমুদের মেয়ে অন্তরা জেলা পর্যায়ে অংক দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয়
একুশে জার্নাল
জানুয়ারি ২৯ ২০১৯, ১৫:১১

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা’র প্রধান সম্পাদক ইসমাইল মাহমুদের কনিষ্ট কন্যা শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা মাহমুদ (অন্তরা) সোমবার আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা পর্যায়ে অংক দৌড়-এ দ্বিতীয় হয়েছে।
সে গত ১৭ জানুয়ারি নিজ বিদ্যালয়ে অংক দৌড়ে প্রথম, ২০ ডিসেম্বর পৌর এলাকার সকল বিদ্যালয়ের প্রথম স্থানদের সাথে প্রতিদ্বন্ধিতা করে পৌর এলাকায় প্রথম, ২৩ জানুয়ারি পৌর এলাকার প্রথম হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের প্রথম স্থান অধিকারীর সাথে প্রতিদ্বন্ধিতা করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার ফলশ্রুতিতে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা পর্যায়ে প্রতিদ্বন্ধিতার সুযোগ লাভ করে।
সোমবার মৌলভীবাজার স্টেডিয়ামে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সে জেলার ৭ উপজেলার ‘অংক দৌড়’-এ প্রথম স্থান অধিকারীদের সাথে প্রতিদ্বন্ধিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে।
সোমবার বিকেলে মৌলভীবাজার স্টেডিয়ামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান, সহকারী জেলা কিশোলয় চক্রবর্তী প্রমুখ।