সাংবাদিকদের স্বাস্থ্যঝুকি নিয়ে আর জে এফ সভাপতির উদ্বেগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২০, ১৩:৫৮

মোঃইয়াসিন,সাভার প্রতিনিধি

দেশের করুন মূহুর্তে করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যই মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন সাংবাদিকরা।

ঢাকাসহ সারাদেশে কর্মরত সাংবাদিকরা নানা সমস্যাকে উপেক্ষা করে মুহুর্তেই পৌঁছে দিচ্ছে করোনা পরিস্থিতিসহ দেশের সকল ধরনের খবর।

কিন্ত প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য কোন ব্যাবস্থা নেয়া হয়নি। এমন মন্তব্য করেছেন অনেক সংবাদকর্মী। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার তরুন সাংবাদিক আব্দুল আহাদ প্রামানিক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মাঠে কাজ করছি, কিন্তু কেউ পিপিআই দিয়েও সহযোগীতা করল না। সে আরও বলে অনেকেই লোক দেখানো ফটোসেশন করে বিখ্যাত হওয়ার চেষ্টা করে, কিন্তু সাংবাদিকদের সহযোগিতায় কেউ এগিয়ে আসে না।

দুই একটি সংস্থা পিপিই বিতরন করলেও তা খুবই অপ্রতুল।

চ্যানেল টি ওয়ানের আশুলিয়া প্রতিনিধি মোঃ ইয়াসিন, এবি চ্যানেলের স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন রকি বলেন, পিপিআই না থাকায় ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছি। তবে সংবাদকর্মীরা বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সাংবাদিকদের পিপিআই দিয়ে পাশে থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ তা হলে সাংবাদিদের সংবাদ প্রচারের গতি আরও বেড়ে যাবে। এদিকে রুর ্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) সভাপতি এস এম জহিরুল ইসলাম জানান দেশের এই ক্রান্তিলগ্নে সাংবাদিক সমাজ এগিয়ে এসেছে,স্বাস্থ্য ঝুকি থাকা সত্বেও সাংবাদিকগন সর্বদা মাঠে কাজ করে যাচ্ছে।তিনি সরকার সহ দেশের বিত্ববান সমাজ কে এগিয়ে আসার আহবান জানান এবং সাংবাদিকদের স্বাস্থ্যঝুকি এড়াতে ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম(পিপিই) প্রাদানের আহ্বান জানান।