সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন ইনসাফ হাটহাজারী প্রতিনিধি জুনাইদ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৭ ২০২০, ১৯:৩৩

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ইসলামি সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ইসলামি ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ টোয়েন্টিফোর ডটকম হাটহাজারী প্রতিনিধি জুনাইদ আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গতকাল ৬ ই মার্চ ২০২০ জুমাবার চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট সোসাইটি মাঠে ছাত্র জমিয়ত নাজিরহাট উপজেলা কর্তৃক আয়োজিত স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক কনফারেন্সে

ঢাকা নতুনবাগ মাদরাসার পরিচালক মাওলানা ডক্টর মুহিউদ্দিন ইকরাম তাঁর হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আয়োজকবৃন্দ আস্থার প্রতীক ইনসাফের ভূয়সী প্রশংসা করেন।

উক্ত কনফারেন্সে নাজিরহাট বড় মাদরাসার সহকারী পরিচালক মুফতী হাবিবুর রহমান কাসেমী,মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী,মাওলানা গোলাম রাব্বানী ইসলামাবাদী,মাওলানা জাফর আহমদ,মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,মাওলানা আতিকউল্লাহ বাবুনগরী প্রমূখ অতিথিবৃন্দ ছিলেন।

সম্মাননা স্মারক পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইনসাফ প্রতিনিধি জুনাইদ বলেন, এ সম্মাননা পেয়ে আমি সর্বপ্রথম মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় শায়েখ আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহু প্রায়ই আমার লিখনীর জন্য দুআ করেন। এ প্রাপ্তি শায়খের দুআর বদৌলত।

এ সম্মাননা আমার সাংবাদিকতার জীবনের মূল্যবান একটি অর্জন বলে মনে করি। এ ক্রেস্ট আমাকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, ইসলামি মিডিয়া বিপ্লব আর সাংবাদিকতায় অনুপ্রেরণা যোগাবে বলে মনে করি।

মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসায় পড়ার সময় থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত থাকলেও সাংবাদিকতায় আমার বিচরণ ছিল না।প্রায় তিন বছর যাবত ইসলামি ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ টোয়েন্টিফোর ডটকমে কাজ করে আসছি। ইনসাফের মাধ্যমেই আমি সাংবাদিকতা অঙ্গনে এসেছিলাম। তাই আজ আমাকে দেওয়া এ সম্মাননা আমি ইনসাফ সম্পাদক মহোদয়,হলুদ মিডিয়ার মোকাবিলায় ইসলামি মিডিয়া বিপ্লবের স্বপ্নদ্রষ্টা,আমার পরম শ্রদ্ধাভাজন সাইয়েদ মাহফুজ খন্দকার সাহেবকে উৎসর্গ করছি। এ অঙ্গনে আমার পথ চলা একমাত্র তাঁরই অবদান। তাঁর তত্ত্বাবধান, দিকনির্দেশনা, আর স্নেহত্বের ঋণ কভু পরিশোধ করতে পারবো না।

জুনাইদ তার প্রকাশিত অনুভূতিতে ইনসাফের সহ-ব্যবস্থাপনা সম্পাদক ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী সহ ইনসাফ পরিবারের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।