সহকারী শিক্ষক নেবে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৮ ২০১৮, ১৪:১৬

একুশে জার্নাল ডেস্ক: শ্রীমঙ্গল পৌর শহরের ৩ নং ওয়ার্ডের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।

আবেদনের নিয়ম ও ঠিকানা:

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বরাবর জালালিয়া রোড, শ্রীমঙ্গলের ঠিকানায় ডাক বা সরাসরি পৌছাতে হবে। আবেদনপত্রের সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সাথে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর নামে পোস্টাল অর্ডারের মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : ৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ২০১৮ এর মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)। পদের সংখ্যা: ২।

যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক পাশ। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে। প্রিন্সিপাল: 01710-438668,
ভাইস প্রিন্সিপাল: 01741-438724